লালমনিরহাটে ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় বসবাসরত হরিজন (সুইপার) সম্প্রদায়।
রবিবার( ৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের ২টি সুইপার কলোনির প্রায় ২ শতাধিক মানুষ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয় প্রথমে মিশন মোড়ে মানববন্ধন, পরে ডিসি অফিসে সমবেত হয়। পরে সেখানে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন তারা।
এর আগে গতকাল একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন তারা। বক্তারা বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকুলে ৩৯জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ। বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মৌখিক পরীক্ষা রবিবার (৭ ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
বিজ্ঞাপ্তিতে ৬ জন পরিচ্ছন্নকর্মীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারা অভিযোগ করে বলেন, ‘লালমনিরহাট ডিসি অফিসে ওই ৩৯জন স্টাফ নিয়োগে লালমনিরহাট জেলা প্রশাসক এ এচই এম রকিব হায়দার তাদের সঙ্গে বৈষম্য করেছেন।। ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র কঠিন করে কৌশলে তাদের বাতিলের চেষ্টা করা হচ্ছে।’
তারা বলেন, ‘রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার যোগসাজশে ওই দিন রাত ৩ টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। এ ফলাফলে প্রকৃত চাকরিপ্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।’ তারা অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা আহবানের দাবি জানান।
ইখা