শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও চলমান সমস্যা সমাধানে বিশেষ বৃত্তি প্রদানসহ চার দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নানাবিধ সমস্যা ভোগ করছেন। বর্তমান অর্থবছরের শুরুতে আবাসন ভাতা প্রদানের কথা থাকলেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তা পৌঁছায়নি। ফলে আবাসনসহ মৌলিক সংকটে পড়ছে শিক্ষার্থীরা। এ অবস্থায় বিশেষ বৃত্তি চালু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।
শিবিরের উত্থাপিত দাবিগুলো হলো:
১. আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছাতে হবে।
২. দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণ কাজ শুরু করতে হবে।
৩. ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না।
৪. কোনো প্রকার বিড়ম্বনা ছাড়া নির্ধারিত সময়েই জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়ন শিক্ষার্থীদের নিরাপত্তা, মনোবল ও শিক্ষাজীবনের ধারাবাহিকতার জন্য অত্যন্ত জরুরি। শিবির বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
এসআর