এইমাত্র
  • লোহাগাড়ায় অবৈধ ডেন্টাল কেয়ারের ছড়াছড়ি
  • নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে মনে করেন ৬৬ শতাংশ মানুষ
  • দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের
  • জামালপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার
  • দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
  • ‘নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া’
  • প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: তারেক রহমান
  • মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে দ্বৈত নাগরিকের বিচার শুরু
  • বেনিনে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন: সরকার
  • জাপানে সুনামির সব ধরনের সতর্কতা তুলে নেওয়া হলো
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে দ্বৈত নাগরিকের বিচার শুরু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম

    মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে দ্বৈত নাগরিকের বিচার শুরু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম

    ইরানের আলবোরজ প্রদেশের প্রধান বিচারপতি হোসেইন ফাজেলি হারিকান্দি জানিয়েছেন, দেশটির ইসলামি বিপ্লবী আদালতের কারাজ শাখা-২-এ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক দ্বৈত নাগরিকের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

    হারিকান্দি জানান, ইউরোপের একটি দেশে বসবাসকারী ওই দ্বৈত নাগরিককে ইরানের বিরুদ্ধে জুন মাসের ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের চতুর্থ দিনে ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে।

    তিনি বলেন, দুই বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মোসাদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও প্রশিক্ষণের পর প্রায় এক মাস আগে অভিযুক্ত ব্যক্তি ইরানে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল ইসরায়েলের হয়ে একটি গুরুত্বপূর্ণ গুপ্তচর মিশন সম্পন্ন করা।

    গ্রেপ্তার হওয়ার সময় অভিযুক্তের অবস্থানস্থল ভিলায় উন্নতমানের গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান হারিকান্দি। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে জায়োনিস্ট ইসরায়েলি শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের অভিযোগ আনা হয়েছে।

    গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ইরানের ওপর ব্যাপক সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল, যাতে অন্তত এক হাজার ৬৪ জন নিহত হন এবং বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২২ জুন যুক্তরাষ্ট্রও তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ তেহরানের।

    ওই সময়ের পর থেকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী দেশজুড়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতার নেটওয়ার্কে জড়িত আরও ৭০০-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বোমা তৈরি, আক্রমণাত্মক ড্রোন ব্যবহার, সামরিক স্থাপনায় নজরদারি এবং ইসরায়েলের কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।

    এদিকে, চলতি বছরের অক্টোবরে ইরানের গার্ডিয়ান কাউন্সিল (সংবিধান পরিষদ) একটি নতুন বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে ইসরায়েল বা অন্য শত্রুভাবাপন্ন দেশের হয়ে গুপ্তচরবৃত্তি ও সহযোগিতায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের শাস্তি আরও কঠোর করা হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…