এইমাত্র
  • ত্রিশালে মুক্ত দিবস উদযাপিত
  • আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
  • বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
  • ভিলেজার পরিচয়ে বনের জমি ভোগদখল
  • লোহাগাড়ায় অবৈধ ডেন্টাল কেয়ারের ছড়াছড়ি
  • নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে মনে করেন ৬৬ শতাংশ মানুষ
  • দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের
  • জামালপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার
  • দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
  • ‘নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া’
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে মনে করেন ৬৬ শতাংশ মানুষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম

    নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে মনে করেন ৬৬ শতাংশ মানুষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হবে বলে মনে করেন দেশের দুই-তৃতীয়াংশ মানুষ। গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে পরিচালিত ‘জাতীয় জনমত জরিপ ২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড; উদ্যোগ নিয়েছে দৈনিক প্রথম আলো।

    জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ মানুষ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই সবচেয়ে বেশি আসন পাবে। মতামত দেওয়া নারী-পুরুষ এবং বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের মধ্যেও এই ধরণায় বিশেষ পার্থক্য নেই। দ্বিতীয় অবস্থানটি পেয়েছে জামায়াতে ইসলামী; প্রায় ২৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তারা বেশি আসন পেতে পারে।

    একই প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি অংশগ্রহণকারী আওয়ামী লীগের সম্ভাবনার কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ০.৮ শতাংশ সমর্থন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি (জাপা) পেয়েছে মাত্র ০.১ শতাংশ করে উত্তর।

    জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ মনে করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। দেশের জন্য জামায়াতকে লাভজনক মনে করেন ৩২.৫ শতাংশ মানুষ। অন্যদিকে আওয়ামী লীগ সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন ৮.৫ শতাংশ উত্তরদাতা। এনসিপিকে সমর্থন দিয়েছেন ০.৯ শতাংশ, আর জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ০.১ শতাংশ করে সমর্থন।

    জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম/আধা-শহর এলাকার মোট ১,৩৪২ জন অংশ নেন। অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

    জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন। একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…