এইমাত্র
  • আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ
  • শান্তিচুক্তির একমাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ
  • আবু সাঈদ হত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত
  • ধামইরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
  • দেবীগঞ্জ ও নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ
  • ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি, টার্গেট কৃষি পণ্য
  • সোশ্যাল মিডিয়ায় গুজব-মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফটোগ্রাফি নিষিদ্ধ
  • মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
  • ত্রিশালে মুক্ত দিবস উদযাপিত
  • আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় গরু জব্দ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

    নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় গরু জব্দ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

    নওগাঁর পোরশা সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবি।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোরশা উপজেলার নীতপুর সীমান্তের টেট্টা গ্রামের ‘সাধুর ডীপ’ এলাকায় নিয়মিত তল্লাশি ও নজরদারি অভিযান চালাচ্ছিল ১৬ ব্যাটালিয়নের আওতাধীন নীতপুর বিওপির একটি বিশেষ টহল দল। টহল কমান্ডার সুবেদার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই টহলের সদস্যরা সীমান্তবর্তী ওই স্থানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ভারতীয় গরুটি দেখতে পান। পরে গরুটি জব্দ করে বিজিবি ক্যাম্পে আনা হয়। জব্দকৃত গরুটি নিয়মিত প্রটোকল অনুযায়ী পত্নীতলা শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বিজিবির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অঞ্চল দিয়ে গরু পাচার, মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রবণতা বেড়ে গেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

    এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গরু, মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা দিন-রাত সমানতালে অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী এসব অপরাধ নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে। এজন্য জনগণকে যে কোনও সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…