নওগাঁয় পৃথক অভিযানে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে নেহেরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে রোববার রাতে বদলগাছী ও সাপাহার উপজেলায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নেহেরুল ইসলাম বদলগাছী উপজেলার হাপানিয়া এলাকার আফছার আলীর ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাসিবুল্লাহ হাসিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বদলগাছী এলাকায় মাদক কেনাবেচা চলছে। খবরের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি আমবাগানের পাশ থেকে নেহেরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাপাহার উপজেলার আমডাঙা এলাকায় জনৈক সৈকতের আমবাগানে পৃথক অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় আরও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের চৌকস একটি দল এই দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, মাদকমুক্ত নওগাঁ গঠনে জেলা পুলিশ ধারাবাহিক ও কার্যকর অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে মাদক উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে। মাদকবিরোধী অভিযানে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসআর