টাঙ্গাইলের একজন যুবকও কর্মহীন থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কাকুয়া হাইস্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
যুব ও ছাত্র সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর রহমতে ১ কোটি যুবকের কর্মসংস্থান তৈরি করা হবে। আর আমি টাঙ্গাইলগতভাবে একজন যুবকও যাতে কর্মহীন না থাকে, সকলের কর্মের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে যমুনা নদীর তীরজুড়ে একটি টেকসই বেরিবাঁধ নির্মাণকে তাঁর প্রথম কাজ হিসেবে ঘোষণা দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এই চরাঞ্চলের মানুষের নিরাপত্তাই হবে আমার প্রথম দায়িত্ব। যমুনার পাশ দিয়ে একটি শক্তিশালী বেরিবাঁধ করে দেব, যাতে আর কোনো চর না ভাঙে।
ঢাকার সন্নিকটে অবস্থান করেও টাঙ্গাইল প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, টাঙ্গাইল প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। ভবিষ্যতে এমন উন্নয়ন করবেন যাতে মানুষ টাঙ্গাইলকে ‘সেকেন্ড হোম’ হিসেবে ভাবতে পারে এবং সারা দেশ থেকে প্রশংসিত হবে।
সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের কথা উল্লেখ করে টুকু বলেন, তিনি টাঙ্গাইলের জন্য অনেক কাজ করেছেন। তাঁর অসমাপ্ত প্রকল্পগুলো নিয়ে তাঁর সঙ্গে কথা বলে সম্পন্ন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে টুকু বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
কাকুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়। স্থানীয় মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন।
এসকে/আরআই