আইপিএলের এবারের মিনি নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৩৫০ ক্রিকেটারের এই তালিকায় আছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। এর আগে ড্রাফটে আরেক বাংলাদেশি সাকিব আল হাসান ড্রাফটে নাম লেখালেও শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার।
আগামী ১৬ ডিসম্বের আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই নিলাম। যেখান থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ ৭৭জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন।
তালিকায় বাংলাদেশের যে সাত ক্রিকেটার আছেন, তারা হলেন- মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান শাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।
এই নিলামে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ২ কোটি রুপি ভিত্তিমূল্য স্থান পেয়েছেন মুস্তাফিজ। এছাড়া রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি। স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
এই সাতজনের মধ্যে রাকিবুল স্থান পেয়েছেন ‘আনকেপড’ হিসেবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেটের মূল দলে এখনও অভিষেক হয়নি তার। তবে তিনি ২০২০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং নিয়মিত খেলছেন ইমার্জিং দল, হাই পারফরম্যান্স ইউনিট ও বাংলাদেশ ‘এ’ দলে। টি–টোয়েন্টি ফরম্যাটে তাঁর নামের পাশে রয়েছে ৬৯ ম্যাচে ৬৯ উইকেট, ইকোনমি ৬.৯০।
৩৫০ জনের এই চূড়ান্ত তালিকায় রয়েছেন ২৪০ ভারতীয় ও ১১০ বিদেশি খেলোয়াড়। মোট ৭৭টি শূন্য পদের মধ্যে বিদেশিদের জন্য রাখা আছে ৩২টি জায়গা।
আরডি