নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ লাখ টাকা চাঁদা না পেয়ে বাদল মিয়া নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে। সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়ার মিরগদাই ঈদগাহ মাঠে গুলিবিদ্ধ হন তিনি। বাদল মিয়া মুড়াপাড়ার মিরগদাই এলাকার নুরু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুড়াপাড়ার মাছিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল ওরফে টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেন মিয়া ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন ব্যবসায়ীর কাছে। চাঁদা না পেয়ে সোমবার রাতে ইকবাল ওরফে টেডা ইকবালের নেতৃত্বে ২০/২৫ জন মিলে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী বাদল মিয়ার ওপর হামলা চালান। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাদল মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত অব্যাহত রয়েছে।’
ইখা