পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা। আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।
স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন দম্পতি। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
ইখা