এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    প্রথমবারের মতো যবিপ্রবিতে আসছেন শায়খ আহমাদুল্লাহ, নিরাপত্তা জোরদার

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

    প্রথমবারের মতো যবিপ্রবিতে আসছেন শায়খ আহমাদুল্লাহ, নিরাপত্তা জোরদার

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

    প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন দেশের খ্যাতনামা ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির (IKSS) আয়োজনে দিনব্যাপী ইসলামিক সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন তিনি।

    বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে (পুরুষ সদস্যদের জন্য) এবং অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে (নারী সদস্যদের জন্য) সেমিনারটি শুরু হবে। এ আয়োজনে আরও আলোচনা করবেন দেশের সুপরিচিত বক্তা আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, ড. নোবেল, ড. নাবিল ও মুফতি মুজিবুর রহমান।

    সেমিনার উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলারও আয়োজন করেছে IKSS। এ অনুষ্ঠানকে ঘিরে জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা। এছাড়া নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বহিরাগত প্রবেশে।

    সেমিনারের শুরুতে মুফতি মুজিবুর রহমানের বক্তব্যের পর আলোচনা শুরু করবেন শায়খ আহমাদুল্লাহ। এরপর নির্ধারিত সময়ে আসর নামাজ শেষে থাকবে সাংস্কৃতিক পর্ব। পরে মাগরিবের নামাজের পর আলোচনা রাখবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। সন্ধ্যা সাড়ে সাতটা সময় আলোচনা শুরু করবেন ড. নোবেল এবং রাত ৮ টা ১০ মিনিট থেকে আলোচনা রাখবেন ড. নাবিল। পরে রাত ৯টা ১০ মিনিটে বক্তব্য রাখবেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড.হোসেন আল মামুন এবং ৯টা ২০ মিনিটে সমাপনী বক্তব্য প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ।

    সেমিনারকে ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি, IKSS সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কাজ করছে।

    ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মুয়ীদ বলেন, যবিপ্রবির ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি (lKSS) বিশ্ববিদ্যালয়ের সকল দ্বীন সচেতন শিক্ষার্থীর একটি জেনারেল এবং সম্পূর্ণ অরাজনৈতিক প্লাটফর্ম। আমরা আমাদের বেশীরভাগ ভাই বোন দেরই দেখি একসময়ে প্র‍্যক্টিসিং মুসলিম থাকলেও বিশ্ববিদ্যালয়ে এসে অজ্ঞতা বা খারাপ সঙ্গ হেতু খেই হারিয়ে ফেলে। আমাদের লক্ষ্য তাদেরকে এমন একটা কমিউনিটি, এমন একটা পরিবেশ দেওয়া যাতে তারা জীবনের প্রকৃত লক্ষ্য ভুলে না যায়। এছাড়াও সেমিনারের বক্তা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের নিজেদের ১০০ জন ভলেন্টিয়ার থাকবে। ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা ভলেন্টিয়ার রাখা হয়েছে। এছাড়া, বাইরে থেকে ৫০ জন পুলিশের জন্য আবেদন করা হয়েছে, যেখানে নারী পুলিশের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

    এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.ইঞ্জি. ইমরান খান বলেন, সেমিনারে নিরাপত্তার জন্যে lKSS সংগঠনটির নিজেদের ভলেন্টিয়ারদের পাশাপাশি পুলিশ, আনসার, রোভার স্কাউট এবং বিএনসিসি সর্বক্ষণ নিযুক্ত থাকবে। আর অনুষ্ঠানে অংশগ্রহণকারী অধিকাংশই হলো শিক্ষার্থী, এর বাইরে অল্প কিছু বহিরাগত থাকবে অতিথি হিসেবে তবে তাদেরও রেজিষ্ট্রেশন করেই সেমিনারে অংশ নিতে হবে। সুতরাং আশাকরি নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…