এইমাত্র
  • তফসিল ঘোষণার পর আন্দোলন-সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান
  • সানি লিওনের ছবি পোস্ট করলেন অশ্বিন, আলোচনার ঝড়
  • ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
  • টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা
  • মোবাইল অ্যাপসে আর্থিক প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
  • কোন ব্যক্তি-দল-গোষ্ঠী জন্য নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই: সারজিস
  • গৌরনদীতে এনজিওদের কাছ থেকে উপজেলা প্রশাসনের চাঁদা দাবির অভিযোগ
  • লিভারপুলের স্কোয়াড থেকে বাদ সালাহ
  • গার্মেন্টস শ্রমিকের এক মাসের বিদ্যুৎ বিল পৌণে ২ লাখ টাকা!
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    লিভারপুলের স্কোয়াড থেকে বাদ সালাহ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

    লিভারপুলের স্কোয়াড থেকে বাদ সালাহ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

    লিভারপুল ও মোহাম্মদ সালাহকে নিয়ে তুলকালাম কাণ্ড ঘটছে ফুটবলে। নিজ ক্লাব ও তার ভেতরের খবর নিয়ে মন্তব্য করায় তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ। এরই মধ্যে সোমবার (৮ ডিসেম্বর) রাতে সালাহকে বাদ দিয়েই ঘোষণা করা হয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে লিভারপুলের স্কোয়াড।

    মূলত, সালাহকে শাস্তি দিতেই মূলত তাকে মঙ্গলবার রাত ২টায় হতে যাওয়া ম্যাচটির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ইন্টার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্লট জানান, সালাহর মন্তব্য তাকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে। তবে তার ফিরে আসার দরজাও খোলা রেখেছেন তিনি।

    এদিকে, সালাহর মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন তারই দীর্ঘদিনের সতীর্থ আলিসন বেকার। লিভারপুলের ব্রাজিলিয়ান এই গোলকিপার বলেন, ‘একটা দলের জন্য বিষয়টা সহজ নয়। তার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি দীর্ঘদিন সালাহর সঙ্গে খেলেছি। সে একজন ভালো মানুষ, লিভারপুলের কিংবদন্তি এবং প্রতীকও। বিষয়টা এমন কিছু নয়, যা আমাকে আনন্দিত করে। কিন্তু ফুটবলে এসব নিয়ে কাঁদার মতো সময় খুব একটা নেই। আমাদের উচিত ম্যাচের দিকে মনোযোগ দেওয়া।’

    সালাহকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করলেও তার বাদ পড়া যৌক্তিক মনে করেন আলিসন, ‘সালাহ যে দলে নেই, সেটি তার নিজের কাজের ফল। এ পরিস্থিতি নিয়ে আমি এখনো তার সঙ্গে কথা বলিনি, তবে আমি চাই কথা বলতে। সে শুধু আমার সতীর্থ নয়, সে আমার ভালো বন্ধুও। আমি তার ও ক্লাব—দুজনের জন্যই সবচেয়ে ভালোটা চাই। আমি বিশ্বাস করি, তার উদ্দেশ্য অসম্মানজনক ছিল না। সে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, কিন্তু তাকে কৃতকর্মের দায়ও নিতে হবে।’

    ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের এবারের অবস্থা শোচনীয়। নিজের ছায়া হয়ে আছেন সালাহও। ১৯ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। এ কারণে লিভারপুলের সর্বশেষ তিনটি লিগ ম্যাচে মূল একাদশে জায়গা হয়নি তার। এরপরই বিস্ফোরক হন তিনি। ‘বলির পাঁঠা’ হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…