এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধর্মঘটের জেরে গাজীপুরে পি এন কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

    ধর্মঘটের জেরে গাজীপুরে পি এন কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

    শ্রমিকদের ধর্মঘটে গাজীপুরে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    গাজীপুরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানা পি এন কম্পোজিট লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা বন্ধের নোটিশ ঘিরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিক ও শিল্পপুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর কারখানার এক শ্রমিক জরুরি কাজে বাইরে গেলে ফিরে আসার সময় তাঁর সঙ্গে কারখানার কয়েকজন কর্মকর্তার বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন শ্রমিকেরা দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

    কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। সোমবার বিকেলে শ্রমিকেরা কর্মস্থল ত্যাগ করার পর রাতেই কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় এবং প্রধান ফটকে নোটিশ সাঁটিয়ে দেয়।

    নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকেরা অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে উৎপাদন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং ধর্মঘটে লিপ্ত রয়েছেন। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি শ্রমিক-কর্মকর্তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার সকালে কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভে নামেন। পরে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…