এইমাত্র
  • জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল রংপুর বিভাগ
  • জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
  • তফসিল ঘোষণার পর আন্দোলন-সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান
  • সানি লিওনের ছবি পোস্ট করলেন অশ্বিন, আলোচনার ঝড়
  • ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
  • টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা
  • মোবাইল অ্যাপসে আর্থিক প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
  • কোন ব্যক্তি-দল-গোষ্ঠী জন্য নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই: সারজিস
  • গৌরনদীতে এনজিওদের কাছ থেকে উপজেলা প্রশাসনের চাঁদা দাবির অভিযোগ
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এবার মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সফরকারীরা।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়েছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ২০০ রানও তুলতে পারেনি। কিন্তু আজ দ্বিতীয় ওয়ানডেতে পরিস্থিতি ছিল ঠিক উল্টো। বাংলাদেশের ব্যাটাররা প্রয়োজনীয় রান তুলতে পারেনি, আর শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় এনে সিরিজে ১-১ সমতা প্রতিষ্ঠা করেছে।

    দ্বিতীয় ওয়ানডেতে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে দুই লঙ্কান ওপেনার যোগ করেন ৩১ রান। চতুর্থ ওভারের প্রথম বলে জারিফ সিয়াম লঙ্কান অধিনায়ক রেহান পেইরিসকে আউট করেন। ১১ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করেছিলেন পেইরিস। এরপর ধীরগতিতে এগোতে থাকে শ্রীলঙ্কার ইনিংস। দ্বিতীয় উইকেটে আরোশা সিথুমিনা ও হিরুন মাথিসা ৮০ রানের জুটি গড়েন। ২৩তম ওভারের শেষ বলে সিথুমিনা (৫০) আউট হন মোহাম্মদ রাকিবুল হোসেনের বলে।

    এরপর তৃতীয় উইকেটে মাথিসা ও জ্যাসন ফার্নান্দো ৪৫ রানের জুটি গড়েন। ৩৬তম ওভারের শেষ বলে ফার্নান্দো (২৪) আউট হন সিয়ামের বলে। পরের ওভারের পঞ্চম বলে পুলজিত ওয়াথসুকা ৪ বল খেলেও রান করতে পারেননি, আউট হন রাকিবুলের বলে। দ্রুত ২ উইকেট হারিয়ে ৩৬.৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৫৯। তবে এতে ম্যাচ জয়ের পথে কোনো বাধা সৃষ্টি হয়নি।

    পঞ্চম উইকেটে মাথিসা ও সানুল বীরারত্নে ৩৬ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। ১৩৬ বল খেলে মাথিসা ৬ চারে ৮০ রান করে অপরাজিত থাকেন এবং ম্যাচসেরা হন। বাংলাদেশের পক্ষে সিয়াম ও রাকিবুল দুজনই দুটি করে উইকেট নেন।

    টস জিতে বাংলাদেশ অধিনায়ক রাকিবুল দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৪৬.৫ ওভারে বাংলাদেশের ইনিংস ১৯৪ রানে শেষ হয়। ওপেনার জারিফ সিয়াম সর্বোচ্চ ৫২ রান করেন। শ্রীলঙ্কার হিমারু দিশান ও মিনুগা নেথসারা তিনটি করে উইকেট নেন। সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…