বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপিকে পরাজিত করা যাবে, এমন কোনো শক্তি আল্লাহর রহমতে বাংলাদেশে এখন নেই। যারা ষড়যন্ত্র করছে, তাদের সমুচিত জবাব দেশের মানুষ ভোটের মাধ্যমে দেবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা জুলুম–নির্যাতনের শিকার হলেও কেউ অন্যায়ের সঙ্গে আপস করেননি, দলও ছাড়েননি। যেভাবে স্বর্ণ আগুনে পুড়ে খাঁটি হয়, আর লোহা পুড়ে ইস্পাতের মতো শক্ত হয়, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এখন সোনার মতো খাঁটি, ইস্পাতের মতো দৃঢ় হয়েছে।
তিনি বলেন, এখনও নানা ধরনের ষড়যন্ত্র চলছে। অনেকে একাত্তর সালে স্বাধীনতার বিপক্ষে কাজ করছেন, এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের মানুষ বিএনপির পাশে আছে, ভোটের রাজনীতিতে জনগণের রায়ই চূড়ান্ত। কারণ বিএনপি হচ্ছে জনগণের দল, আর জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে।
টুকু বলেন, ইনশাল্লাহ বাংলাদেশের আগামীদিনের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। রাষ্ট্র গঠন করবে বিএনপি। যতই ষড়যন্ত্র করুন লাভ হবে না, তার জবাব দেশের মানুষ ভোটের মাধ্যমে দেবে।
নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে টুকু বলেন, তিনি টাঙ্গাইলেই বড় হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্যবার কারাবরণ করেছেন।
তিনি আরও বলেন, আমি যতদিন রিমান্ড খেটেছি, অনেকে রাজনৈতিক জীবনে ততদিন জেলও খাটেননি। নির্যাতন–নিপীড়নের মুখেও কখনো রাজপথ ছাড়িনি, নীতি ও আদর্শ থেকে সরে যাইনি। কারণ আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে আপস করেননি। তিনি সুস্থ অবস্থায় জেলে গেছেন, অসুস্থ অবস্থায় বের হয়েছেন। আজ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন।
টুকু বলেন, খালেদা জিয়া সারাটা জীবন দেশ ও মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, 'বাঁচতে হলে এই দেশেই বাঁচব, মরতে হলে এই মাটিতেই মরব।'
সমাবেশের শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এসকে/আরআই