এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

    বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

    বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়কালে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের হাসপাতাল রোড এলাকার ব্যবসায়ী খন্দকার ফার্নিচারের মোঃ লিয়াকত আলীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মকালে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, শহরের ভাটার খাল এলাকার বাসিন্দা মো. মামুন রেদোয়ান ও পলাশপুর এলাকার জাহাঙ্গীর মোল্লা।

    ভুক্তভোগী ব্যবসায়ী মো. লিয়াকত আলী জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান নামে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে দেখা করেন এবং গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবী করে। সেসময় ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। আরো ৮০ হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

    তিনি জানান, পরবর্তীতে দাবিকৃত টাকা নিতে আসলে মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা ওই দুজনকে আটকে পুলিশে সোপর্দ করে।

    এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ভুক্তভোগী এক নারী জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর মামুন রেদোয়ান তাকে ও তার মেয়েকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দুই লাখ টাকার সোনার গয়না নিয়ে যায়।

    এদিকে অপসাংবাদিকতা দমনে বরিশালের ১৫টি সাংবাদিক সংগঠনের সমন্বিত জোটের মুখপাত্র ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ বলেন, বরিশালে একটি চক্র সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধ করছে। এতে প্রকৃত সাংবাদিকতার সুনামহানি হচ্ছে। আগেও দুজন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে আজও দুইজন ধরা পড়েছে। রিমান্ডে নিলে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।

    পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম চলতে দেওয়া হবে না। সবার সহযোগিতায় এই চক্রকে নির্মূল করা হবে।

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন–উল–ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…