'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বই ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন ও সৃজনশীলতা গড়ে তোলা এবং তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই বই মেলার আয়োজন করা হয়েছে।
এমআর-২