এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম

    বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
    সংগৃহীত ছবি

    বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কার সমাধান হবে না। তাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, সব সংস্কার করতে বর্তমান সরকারের তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? আপনি (প্রধান উপদেষ্টা) নির্বাচন করার জন্য যে সংস্কার তা শেষ করে অতি দ্রুত প্রস্থান করুন।

    জয়নুল আবদিন ফারুক বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষে করে নির্বাচন দিন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরো অনেক দাবি-দাওয়াও তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার।

    অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশীদ বলেন, গত ৫ আগস্ট বিপ্লবের ফলে স্বৈরাচারের পতন হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে। এ সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমতায় এসে এখন পর্যন্ত সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি তারা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…