এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    স্কোয়াডে না রাখায় কোচকে পেটালেন তিন ক্রিকেটার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

    স্কোয়াডে না রাখায় কোচকে পেটালেন তিন ক্রিকেটার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

    স্কোয়াডে না রাখায় কোচের ওপর হামলার অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। এতে মাথায় গুরুতর আঘাত এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে ওই কোচের।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

    ঘটনাটি ঘটেছে ভারতের পন্ডিচেরিতে। ভুক্তভোগী এস ভেঙ্কটারামন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরির (সিএপি) অনূর্ধ্ব-১৯ দলের কোচ। এই ঘটনায় অভিযুক্ত ক্রিকেটারদের খুঁজছে পুলিশ।

    জানা গেছে, সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য গঠিত রাজ্য টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে ওই ক্রিকেটাররা কোচের ওপর হামলা চালায়। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে সিএপি কমপ্লেক্সের ইনডোর নেটে এ ঘটনা ঘটে।

    আক্রমণে ভেঙ্কটারামনের মাথায় মারাত্মক আঘাত লাগে। কপালে ২০টি সেলাই দিতে হয়েছে এবং কাঁধেও গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে এ ঘটনায় স্থানীয় সেদারাপেট থানায় তিন ক্রিকেটারের নাম উল্লেখ করে মামলা করেছেন কোচ ভেঙ্কটারামন। অভিযুক্ত ক্রিকেটাররা হলেন, জ্যেষ্ঠ ক্রিকেটার কার্তিকেয়ন জয়সুন্দরম এবং প্রথম শ্রেণির ক্রিকেটার এ. অরবিন্দরাজ ও এস. সন্থোষ কুমারন। পাশাপাশি উসকানির অভিযোগে ভারতিদাসন পুদুচ্চেরি ক্রিকেটার ফোরামের সচিব জি. চন্দ্রনের নামও উল্লেখ করা হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, হামলার সময় অরবিন্দরাজ ভেঙ্কটারামনকে ধরে রাখেন এবং কার্তিকেয়ন ব্যাট হাতে তাকে আঘাত করার চেষ্টা করেন। কোচের দাবি, হামলাকারীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।

    সেদারাপেট থানার উপ-পরিদর্শক এস. রাজেশ বলেন, বেনকাটারামনের কপালে ২০টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    তবে বিষয়টিকে অন্যভাবে দেখছে পন্ডিচেরি ক্রিকেটার ফোরাম। সংগঠনটির সভাপতি উল্টো অভিযোগে বিদ্ধ করেছেন ভেঙ্কটারামনকে। তিনি বলেন, ভেঙ্কটারামনের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তিনি স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে প্রায়ই অশালীন আচরণ করেন। সিএপি পরিচালনা সংক্রান্ত নানা সমস্যা আমরা গত সাত বছর ধরে বিসিসিআইকে জানালেও কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি।

    ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পন্ডিচেরি ক্রিকেট সংস্থা।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…