এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    গণমাধ্যম

    সাফল্যের এক অনন্য উচ্চতায় সালাউদ্দিন সেলিম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

    সাফল্যের এক অনন্য উচ্চতায় সালাউদ্দিন সেলিম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

    সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন বাংলাদেশের প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম (মো. সালাউদ্দিন মিয়া)। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান Society of Broadcast Engineers (SBE) থেকে Certified Broadcast Technologist (CBT) সার্টিফিকেশন অর্জন করে বাংলাদেশের প্রথম প্রার্থী হিসেবে ব্রডকাস্ট টেকলোজিতে আন্তর্জাতিকভাবে মাইলফলক অর্জন করেছেন তিনি।

    তিনি ২০২৫ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে CBT পরীক্ষায় অংশ নেন। এরপর শনিবার (১৩ ডিসেম্বর) ফলাফল ও সার্টিফিকেট দেয়া হয়। বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেট অর্জনের জন্য SBE আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এটি ব্রডকাস্ট টেকনোলজিতে আন্তর্জাতিক মানদণ্ডে একজন পেশাদারের দক্ষতা যাচাইয়ের প্রতীক।

    CBT হলো যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন Society of Broadcast Engineers (SBE)-এর একটি মর্যাদাপূর্ণ টেকনিক্যাল সার্টিফিকেশন, যা বিশ্বজুড়ে ব্রডকাস্ট, মিডিয়া, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন ও ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে অত্যন্ত মূল্যায়িত। এই সার্টিফিকেশন অর্জন দেখায় যে একজন পেশাজীবী আন্তর্জাতিক মান অনুসারে তার জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

    SBE-এর বিশ্বব্যাপী সহযোগী সংস্থা রয়েছে। যেমন, জর্জিয়ার ইনকর্পোরেশন অব ইস্টার্ন ইউরোপিয়ান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার্স (IEEBE), যা সার্টিফিকেশন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অ্যাক্সেসে সহায়তা করে। CBT সার্টিফিকেশন একটি বিশ্বব্যাপী স্বীকৃত মান, কারণ এটি সম্প্রচার প্রযুক্তি দক্ষতার ব্যাপক ও কঠোর মূল্যায়নের ওপর ভিত্তি করে এবং সুপরিচিত পেশাদার সংস্থার মাধ্যমে পরিচালিত হয়।

    ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত SBE ২০২৫ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রদান কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এ সময়ে বিশ্বের হাজারো পেশাজীবী এই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠা করেছেন।

    সালাউদ্দিন সেলিম গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে সময় টেলিভিশনে ‘সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি প্রধানের দায়িত্বে আছেন। এ ছাড়াও অতীতে বেশ কয়েকটি টিভি চ্যানেলে কাজ করেছেন এবং দেশের প্রায় ৭টি প্রধান সারির টিভি চ্যানেলের পরামর্শক হিসেবে কাজ করেছেন।

    তিনি একাধিক টিভি চ্যানেলের ব্রডকাস্ট সিস্টেম ডিজাইন, ওয়ার্কফ্লো তৈরি ও ইনস্টলেশনের কাজ করেছেন যেটা তার দক্ষতা হিসেবে দেশে একটি উদাহরণ তৈরি হয়েছে। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি ডিজিটাল মিডিয়া প্রোজেক্ট, একাধিক আইপিটিভ এবং বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনে ব্রডাকাস্ট টেকনোলজি পরামর্শক হিসেবে কাজ করেছেন।

    তিনি ২০০৭ সালে বাংলাদেশের প্রথম আইপি টিভি এবং আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি ডেভেলপ করেছিলেন, যেটা ওই সময়ের বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলো তার কৃতিত্ব প্রকাশ করেছিল।

    ডিজিটাল মিডিয়া, ব্রডকাস্ট এবং মাল্টিমিডিয়া সেক্টরে দক্ষ জনশক্তি তৈরিতে তিনি নীরব যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন। ২০০৫ সালে টিভি মিডিয়ায় ক্যারিয়ার শুরু করার পর তিনি লক্ষ্য করেন—দেশের কোর ব্রডকাস্ট টেকনোলজি সেক্টরে বিশেষজ্ঞের ঘাটতি এবং বিদেশি পেশাদারের ওপর নির্ভরতা। তখন থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি সদ্য পাশ করা শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে তাদের ক্যারিয়ার গঠনে সযোগিতা করেছেন।

    এ ছাড়া মিডিয়ার বাইরেও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও জার্নালিজম ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের বাস্তবমূখী শিক্ষা গ্রহণের জন্য একাধিক ব্রডকাস্টিং ল্যাব তৈরিতে সহযোগিতা করেছেন। পাশাপাশি সালাউদ্দিন সেলিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিডিয়া প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রডকাস্ট, মাল্টিমিডিয়া ও ডিজিটাল মিডিয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন।

    সালাউদ্দিন সেলিম জানান, তিনি এ পর্যন্ত হাজারেরও বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার গড়তে সহায়তা করেছেন।

    সালাউদ্দিন সেলিম বাংলাদেশের ডিজিটাল মিডিয়া রূপান্তরে পথিকৃত হিসেবে বিবেচিত। তিনি প্রথমদিকে একটি টিভি চ্যানেল ও একটি প্রিন্ট মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশনের পাইলট প্রোজেক্ট শুরু করেন। দ্রুত সাফল্যের পর আরও অনেক মিডিয়া প্রতিষ্ঠান তাকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করে এবং ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে। বর্তমানে ডিজিটাল মিডিয়ায় যে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে—তার একটি বড় অংশেই তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত জনশক্তির অবদান রয়েছে।

    তার দীর্ঘ ২০ বছরের ব্রডকাস্টিং ক্যারিয়ারের এটি প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক সার্টিফিকেশন। সালাউদ্দিন সেলিম বলেন, ‘এই সার্টিফিকেট শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্বমানের এই স্বীকৃতি দেশের ব্রডকাস্ট প্রযুক্তিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…