আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। সাভার জাতীয় স্মৃতিসৌধে ভোরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই উন্মুক্ত করে দেওয়া সাধারণ মানুষের জন্য।
সকাল থেকে মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
বড়দের পাশাপাশি শিশুরাও বাবা-মায়ের হাত ধরে ছুটে আসেন এখানে। সবার উদ্দেশ্য একটাই- দেশের জন্য যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানো।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উপস্থিতি। মূল ফটক থেকে বেদী পযন্ত শুধু মানুষের উপস্থিতি। আশপাশের মহাসড়কে রয়েছে মানুষের ঢল।
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইখা