এইমাত্র
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাওনা চৌরাস্তায় ২৩টি সিসিটিভি বসানো হলেও নেই কার্যকর মনিটরিং ব্যবস্থা

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

    মাওনা চৌরাস্তায় ২৩টি সিসিটিভি বসানো হলেও নেই কার্যকর মনিটরিং ব্যবস্থা

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

    গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় চুরি, ছিনতাই, খুন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে ২৩টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও এখনো কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু হয়নি। ফলে অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

    শুক্রবার (২২ আগস্ট) সচেতন নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে শ্রীপুর পৌরসভার উদ্যোগে মাওনা চৌরাস্তাসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। মাওনা চৌরাস্তা দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই, মাদক ও দেহ ব্যবসাসহ নানা অপরাধের জন্য আলোচিত। এতে সাধারণ মানুষের যাতায়াত অনিরাপদ হয়ে পড়ে।

    মাওনা চৌরাস্তার পান ব্যবসায়ী মাজাহার বলেন, প্রায় এক সপ্তাহ আগে ব্যস্ত সময়ের মধ্যে পকেটমার আমার মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে শুনি, মাওনা চৌরাস্তা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। বিষয়টি জানার পর ফুটেজ দেখার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো দায়িত্বশীল ব্যক্তি বা মনিটরিংয়ের ব্যবস্থা খুঁজে পাইনি। সিসিটিভি থাকলেও যদি তা মনিটরিং না করা হয়, তাহলে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে সে প্রশ্ন থেকেই যায়।

    এ বিষয়ে আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিসিটিভি মনিটরিংয়ের জন্য নির্ধারিত কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কক্ষটির দরজার ওপর ৮ নং ওয়ার্ড পুলিশিং কার্যালয় লেখা ছিল। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মো. সালেকুদ্দজ্জামান জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি আগে ওই দায়িত্বে কর্মরত ছিলেন, বর্তমানে আর দায়িত্বে নেই। বদলি হয়ে যাওয়ার কারণে বর্তমানে কে দায়িত্বে আছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।

    স্থানীয় পরিবেশ ও অনিয়ম নিয়ে কাজ করা খোরশেদ আলম সময়ের কণ্ঠস্বর -কে বলেন, আমি সিসিটিভির পক্ষে আগেও ছিলাম, এখনো আছি। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু যদি এর যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা হোক। এতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় অপরাধীকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

    সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা বলেন,এগুলো নিয়মিত ও সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে হবে। মনিটরিং ব্যবস্থা কার্যকর না থাকলে অপরাধীরা কোনোভাবেই ভয় পাবে না। আমরা চাই, দ্রুত একটি নিয়ন্ত্রিত মনিটরিং সেল চালু করে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব ক্যামেরা পর্যবেক্ষণ করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

    শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমার কোন বক্তব্য নেই। মনিটরিং এর বিষয়ে হাইওয়ে পুলিশের সাথে আলাপ করতে হবে।

    এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব আইয়ুব আলী, সময়ের কণ্ঠস্বরকে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই, জেলা পুলিশ সাথে কথা বলে দেখতে পারেন।

    এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত সিসিটিভি ক্যামেরাগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ ও সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু করা না হলে অপরাধ দমনের লক্ষ্য ব্যাহত হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…