বাংলা নাটকের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। দর্শকদের নানা ঘরানার গল্প উপহার দিতে নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদেরও জুড়ি নেই। একের পর এক ব্যতিক্রমধর্মী গল্পের সম্ভার নিয়ে তাই হাজির হচ্ছেন তারা। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, অভিনেতা আরশ খান ও অভিনেত্রী ফারিণ খান।
গত ২৮ সেপ্টেম্বর 'পিকক এন্টারটেইনমেন্ট' নামের নতুন একটি ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে তার নির্মিত নতুন নাটক 'প্রাণ দিতে চাই'। ফারিন খান-আরশ খান অভিনীত এই নাটকটি অনলাইন মুক্তির পরপরই সাড়া ফেলেছে। মুক্তির পর ৭ দিনেই ১ মিলিয়ন অতিক্রম করেছে নাটকটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৭ দিনেই প্রায় ১১ লাখ মানুষ এটি দেখেছেন এবং ট্রেন্ডিংয়ে আছে নাটকটি। যা সত্যিই প্রশংসনীয়।
ব্যতিক্রমধর্মী গল্প আর নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অর্ধ যুগে সাফল্য পাওয়া তরুণ নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম একজন। বর্তমানে সব শ্রেণির দর্শকদের কাছেই বান্নাহর নাটক মানে অন্যরকম ভালো লাগা।
নাটকটিতে এমন সাড়া পেয়ে আরশ খান বললেন, 'একটা কাজ যখন দর্শক পছন্দ করে তা বেশ ইনজয় করি আমি। দর্শকদের এই ভালবাসা আমার জন্য আশীর্বাদ। দর্শকদের এই ভালবাসার মর্যাদা আজীবন দিয়ে যেতে চাই।'
'প্রাণ দিতে চাই' নাটকটির এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত ফারিণ খান। তিনি বললেন, 'সত্যি বলতে নাটকে আমি নতুন। আমার অনেক দুর্বলতা আছে অভিনয়ের জায়গায়। নাটকটি রিলিজ হবার পর উপলব্ধি করেছি। তবুও ভালো লাগছে, রোমান্টিক-কমেডি জনরার মিষ্টি প্রেমের গল্পটি দর্শক এতো পছন্দ করছেন।'
তিনি আরও বলেন, এই নাটকটির মাধ্যমে বান্নাহ ভাই এবং আরশ খানের সাথে প্রথম কাজ। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে তাদের সাথে কাজের। তাদের দু’জনকে ধন্যবাদ এতো সুন্দর একটা কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য। কারণ নাটকটি রিলিজের পর বেশ সুন্দর সুন্দর প্রশংসা পাচ্ছি।
'প্রাণ দিতে চাই' শিরোনামের এই নাটকটিতে আরশ খান ও ফারিণ খান ছাড়াও অভিনয় করেছেন রাশেদ আরমান, ইসরাত পায়েল, মাসুম রেজওয়ান প্রমুখ।