অনেক আগেই হারিয়ে গেছে চলচ্চিত্রের সুদিন। নাজুক পরিস্থিতিতে বছরজুড়ে অনেক সিনেমা নির্মাণ হলেও দর্শক নিয়ে আগ্রহ নেই প্রযোজক-পরিচালকের। প্রেক্ষাগৃহের চেয়ে গুরুত্ব পাচ্ছে উৎসবে প্রদর্শনী। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরেই নির্মিত হচ্ছে বেশির ভাগ ছবি। দেশের আগে এসব আয়োজনে মুক্তি পাচ্ছে কোনো কোনো চলচ্চিত্র। চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমার অর্ধেকই ঘুরে এসেছে বিভিন্ন চলচ্চিত্র উৎসব। মুক্তির অপেক্ষায় থাকা একাধিক সিনেমার জায়গা হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৪ ফেব্রুয়ারি বসেছিল 'গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫'। সেখানে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে মিঠু খান পরিচালিত 'নীলচক্র'। এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে 'নীলচক্র' আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীসহ অনেকে। সিনেমাটি এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
সম্প্রতি শেষ হওয়া নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঁচবার প্রদর্শিত হয়েছে 'কাজলরেখা'। সংগীতধর্মী কাব্যিক নাট্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। চারশ বছর আগের বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকা কাজলরেখা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। গত বছর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
গত ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চট্টগ্রামের শতাধিক বছরের ঐতিহ্য বলীখেলা নিয়ে নির্মিত সিনেমা 'বলী'। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত এই সিনেমা বিশের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘুরেছে। 'বলী' ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'নিউ কারেন্টস' বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।
জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত নারীকেন্দ্রিক গল্পের সিনেমা 'ময়না'। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত এই সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর আগে সিনেমাটি দক্ষিণ কোরিয়ার ২১তম 'আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব'-এ প্রদর্শিত হয়। সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা, আমান রেজা, কায়েস আরজ, সুব্রত প্রমুখ।
অমিতাভ রেজা পরিচালিত আলোচিত সিনেমা 'রিকশা গার্ল'। সিনেমাটি গত ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে আলো ছড়ায়। দেশে মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নেয় 'রিকশা গার্ল'। একাধিক পুরস্কার অর্জন করে ছবিটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা 'প্রিয় মালতী'। চলচ্চিত্রটি ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়। এরপর গত বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দেখার সুযোগ পায় বাংলাদেশের দর্শক। একইভাবে অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা 'ফাতিমা' গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কারও জিতে নেয়। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।
চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, 'একসময় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতো বছরে কয়েকটি। সেসব আয়োজনে কোনো সিনেমা নিয়ে অংশগ্রহণ ছিল সৌভাগ্যের বিষয়। এখন বিশ্বে প্রতি বছর শতশত চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এসব আসরে সহজেই অংশ নেওয়া যায় এবং পুরস্কারও পাওয়া যায়। অনেকেই সেই সুযোগের আশায় এখন সিনেমা নির্মাণ করে থাকেন। নিজের সিনেমা আন্তর্জাতিক উৎসবে স্থান পেয়েছে এটা প্রচার করে গর্ববোধ করেন। প্রেক্ষাগৃহে চলার মতো সিনেমার সংকট দেখা দিয়েছে।'
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, 'ব্যবসা করতে না পারায় এখন বাণিজ্যিক সিনেমা নির্মাণ একেবারেই কমে গেছে। প্রযোজকরা এগিয়ে আসছে না, পরিচালকরাও এধরনের সিনেমা নির্মাণের সুযোগ পাচ্ছেন না। দুয়েকটি সিনেমা ছাড়া এখন চলচ্চিত্র নির্মাণের নামে যা হচ্ছে তা এই শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। মূলত এই শিল্পের প্রতি কারও ভালোবাসা নেই। চলতি বছরের এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত একটি সিনেমাও দর্শক টানতে পারেনি। এমন চিত্র আমরা সারা বছরই দেখতে পাই। প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনার গুরুত্ব না দিয়ে বিভিন্ন উৎসবে সিনেমা প্রদর্শন নিয়ে ব্যস্ত থাকেন প্রযোজক-পরিচালকরা। আমার বুঝে আসে না এতে চলচ্চিত্রশিল্প কতটা উপকৃত হচ্ছে।'
অতীতে 'সুতরাং'সহ অনেক সিনেমা আন্তর্জাতিক উৎসবে যেমন প্রশংসিত হয়েছে তেমনই দেশের দর্শকও মুগ্ধ হয়েছেন। কিন্তু এখন বিভিন্ন উৎসব ঘুরে আসা কোনো সিনেমাই দর্শক গ্রহণ করছেন না।