মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাটারি চালিত ভ্যান গাড়ির চাপায় শাহাদাত হোসেন (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর বয়রাগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত চরবয়রাগাদী গ্রামের আবুল বাশার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু শাহাদাত বাড়ি থেকে বের হয়ে দ্রুত সড়কে উঠে গেলে তেঘরিয়া থেকে বেতকাগামী ডিম বোঝাই একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা বলেন, 'একটি সড়ক দুর্ঘটনায় আহত ১৮ মাস বয়সী শিশুটিকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু আসলে হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যুবরণ করে। আমরা শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।'
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, 'এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।'
এআই