চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়াল লিখনরত অবস্থায় তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' স্লোগান লিখছিলেন। এসময় বিএনপি যুবদলের নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরে, ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়।
আটককৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সহ সভাপতি ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের পুত্র মো. বেলাল উদ্দিন (৫৮)।
ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, "অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
এসআর