এইমাত্র
  • মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

    আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

    জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আজ। আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম। আগের বছর বড় নিলাম থেকে নিজেদের পছন্দমতো দল গড়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

    এদিকে নতুন আসরের আগে দলগুলো প্রয়োজন অনুযায়ী কিছু খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। আর সেই ছেড়ে দেওয়া খেলোয়াড়ের জায়গা পূরণের লক্ষ্যেই নিলামে অংশ নিতে যাচ্ছে ১০টি ফ্র্যাঞ্চাইজি।

    এখানে দেখার বিষয় হলো, নিলামের আগে কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি পুরো দলকেই রেখে দিয়েছে। আবার কেউ কেউ অধিনায়কসহ গুরুত্বপূর্ণ অনেক তারকা ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে। ফলে নিলামের টেবিলে কারও পকেটে আছে মাত্র ২ কোটি রুপি আবার কারও হাতে আছে ৬৪ কোটি রুপি।

    একনজরে দেখে নেওয়া যাক, এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে নিলামের টেবিলে বসতে যাচ্ছে।

    কলকাতা নাইট রাইডার্স

    হাতে আছে: ৬৪ কোটি ৩০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারায়ন, উমরান মালিক, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।


    চেন্নাই সুপার কিংস

    হাতে আছে: ৪৩ কোটি ৪০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন (নিলামের আগে ট্রেডে নেওয়া), শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নেথান এলিস, খলিল আহমেদ, উর্বিল পটেল, গুরজপনীত সিংহ, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়স গোপাল ও জেমি ওভারটন।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

    হাতে আছে: ১৬ কোটি ৪০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: রজত পাটীদার, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পড়িক্কল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ড্য, রোমারিয়ো শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলেউড, সুযশ শর্মা, যশ দয়াল, রসিখ দার, অভিনন্দন সিং, স্বপ্নিল সিং, জেকব বেথেল ও নুয়ান তুষারা।

    লখনৌ সুপার জায়ান্টস

    হাতে আছে: ২২ কোটি ৯৫ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: ঋষভ পন্থ, আব্দুল সামাদ, এডেন মার্করাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার (নিলামের আগে ট্রেডে নেওয়া), আর্শিন কুলকর্ণি, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠী, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, ম্যাথু ব্রিৎজকে, মায়াঙ্ক যাদব, মোহাম্মদ শামি (নিলামের আগে ট্রেডে নেওয়া), মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব ও শাহবাজ আহমেদ।

    গুজরাত টাইটান্স

    হাতে আছে: ১২ কোটি ৯০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অনুজ রাওয়াত, গুরনুর সিংহ ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মানব সুথার, আরশাদ খান ও নিশান্ত সিন্ধু।

    রাজস্থান রয়্যালস

    হাতে আছে: ১৬ কোটি ০৫ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, স্যাম কারেন (নিলামের আগে ট্রেডে নেওয়া), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ের, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাডেজা (নিলামের আগে ট্রেডে নেওয়া), জোফরা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, কেওয়ান মাফাকা, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, শুভম দুবে ও যুদ্ধবীর চড়ক।

    দিল্লি ক্যাপিটালস

    হাতে আছে: ২১ কোটি ৮০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: অক্ষর পটেল, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল, নীতীশ রানা, করুণ নায়ার, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, ত্রিুপুর্ণ বিজয় ও দুষ্মন্ত চামিরা।

    সানরাইজার্স হায়দরাবাদ

    হাতে আছে: ২৫ কোটি ৫০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হর্ষল পটেল, হাইনরিখ ক্লাসেন, ঈশান কিশন, জয়দেব উনাদকাত, কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রেভিস হেড ও জিশান আনসারি।

    পাঞ্জাব কিংস

    হাতে আছে: ১১ কোটি ৫০ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: শ্রেয়স আয়ার, অর্শদীপ সিং, আজমাতুল্লা ওমরজাই, হারনুর সিংহ পান্নু, হরপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টোইনিস, মিচ ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, পি অবিনাশ, শশাঙ্ক সিংহ, সূর্যাংশ শেরগে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বৈশাখ, জভিয়ার বার্টলেট, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চহল।

    মুম্বাই ইন্ডিয়ান্স

    হাতে আছে: ২ কোটি ৭৫ লাখ রুপি

    রিটেইন করা ক্রিকেটার: হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর (নিলামের আগে ট্রেডে নেওয়া), শারফেন রাদারফোর্ড (নিলামের আগে ট্রেডে নেওয়া), মায়াঙ্ক মারকণ্ডে (নিলামের আগে ট্রেডে নেওয়া), আল্লা গজনফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট ও উইল জ্যাকস।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…