‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। বিশ্ব তারকা ঘিরে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভয়াবহ ট্রলের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
মেসির সঙ্গে তোলা ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই যেন শুরু হয় আক্রমণ।
একের পর এক কটূক্তি, কুরুচিকর মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এমনকি শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তান নিয়েও আপত্তিকর মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা।
এই ঘটনায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে রোববার সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন রাজ চক্রবর্তী। এরপর সেদিন রাতেই টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রাজ।
রাজ চক্রবর্তীর অভিযোগ, একজন নারীকে উদ্দেশ্য করে যেভাবে নোংরা ইঙ্গিত, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন, ‘শুভশ্রীর শারীরিক গঠন, সন্তান নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যারা এই ভাষা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তও থাকতে পারে।’
রোববার (১৪ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন রাজ চক্রবর্তী। তবে এই ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এসআর