এইমাত্র
  • রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট
  • চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
  • পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
  • শিবচরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
  • কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
  • ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
  • বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
  • মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

    নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

    নারায়ণগঞ্জে পৃথক দুটি পোশাক কারখানার বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে। এ সময় নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।

    নগরের এস এম মালেহ রোড এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা জানান, প্রতিদিনের মতো সকাল ৮টায় কারখানার গেটে এসে তালা ঝুলতে দেখেন এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ সাঁটানো ছিল। পরে একে একে শ্রমিকরা জড়ো হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

    বিক্ষোভ চলাকালে শ্রমিকরা প্রতিষ্ঠানটির সামনের আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকদের দাবি, অশোভন আচরণের অভিযোগে কারখানার জিএম গোলাম মোস্তফার অপসারণ, শ্রম আইন অনুযায়ী ছুটি প্রদান, অনিয়মতান্ত্রিক শ্রমিক ছাঁটাই বন্ধসহ মোট ১৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

    এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, শ্রমিকরা জিএম-এর অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড কারখানায় নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে বেলা পৌনে ১টায় শ্রমিকরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

    কারখানা সূত্রে জানা যায়, বিজিএমইএভুক্ত সোয়েটার ক্যাটাগরির এই প্রতিষ্ঠানে মোট ৩০০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসের পর দুপুর পৌনে ২টায় শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…