মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ তাপস ইসলাম (৪১) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাথুলী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাপস ইসলাম উপজেলার কাথুলী গ্রামের মাহাতাব আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিনোদ বিহারি নাথ জানান, গাংনী উপজেলার কাথুলী বাজার পাড়া এলাকার মাহাতাব আলীর নিজ বাড়িতে মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।পরে তার বাড়ির একটি সিলভারের কলসের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো শুকনা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকসহ গ্রেফতার তাপস ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআর