কক্সবাজার টেকনাফ উপজেলার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তথ্য নিয়ে যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত থেকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং নাফনদীর সীমান্তের ওপারে দু'পক্ষের সংঘটিত ঘটনার বেশ কয়েক ঘণ্টা গোলাগুলির বিকট শব্দে ভেসে আসে এপার সীমান্তে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে আরামের ঘুম হারাম হয়ে যায়।
স্থানীয়রা সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, শনিবার ভোর রাত থেকে বেশ কয়েক ঘণ্টা হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সংলগ্ন মিয়ানমার রাখাইন রাজ্যের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মর্টারশেলসহ ভারি অস্ত্র নিক্ষেপের বিস্ফোরিত শব্দে কেঁপে উঠেছিল। এমনকি ওপারের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে এপার থেকে অনেকেই ছবি ধারণ করে রেখেছে বলেও জানান তারা।
এবিষয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, শনিবার ভোর থেকে সকাল লাগাতার চার ঘণ্টা যাবত অত্র ওয়ার্ড অন্তর্গত সীমান্ত এলাকায় গোলাগুলির বিকট শব্দ ভেসে আসে।
ঘটে যাওয়া এই ঘটনায় সীমান্তবর্তী বসত বাড়ি গুলো কেঁপে উঠৈছিল। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান ছিল।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, স্থানীয়দের মাধ্যমে শুেছি শনিবার ভোরে হোয়াইক্যং সীমান্ত সংলগ্ন মিয়ানমারে দু'পক্ষের সংঘটিত ঘটনার গোলাগুলির বিকট শব্দ গুলো ভেসে এসেছে।
তবে দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমান্ত এলাকায় দায়িত্বরত সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসআর