এইমাত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত
  • হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস
  • ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক
  • ‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’
  • রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ
  • জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
  • নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

    জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

    জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির পর্যালোচনার ভিত্তিতেই পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি জানান, বৈঠকে নিয়মিত আলোচনার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও কথা হয়।

    ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর আশা, খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

    তিনি বলেন, এই হামলাকে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সরকার এ ধরনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে তা অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে। যাঁরা ইতিমধ্যে অস্ত্র জমা দিয়েছেন, তাঁদের অস্ত্র ফেরত দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তাঁর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…