পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধন ও ফাইনালের তারিখ ঘোষণা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ৮ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে শেষ হবে।
আইসিসি ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুসারে ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরে আসার কথা পাকিস্তানের। কিন্তু পুরো এপ্রিলজুড়ে পিএসএলের ম্যাচ থাকায় আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আসতে পারে।
পাকিস্তানের জিও সুপার সূত্রের বরাতে জানিয়েছে, পিএসএলের কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচি পরিবর্তন করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পিসিবির আলোচনা চলছে। একই খবর দিয়েছে সামাটিভি, এ স্পোর্টসও।
২০২৬ সালের এফটিপিতে পাকিস্তান দলের বাংলাদেশের মাটিতে ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএলে ব্যস্ত থাকবেন বলে জাতীয় দলের সূচিতে যে পরিবর্তন আনতে হবে, সেটি নাকভিও বলেছেন, ‘(পিএসএল) উইন্ডোতে থাকা পাকিস্তান দলের আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিষয়গুলো পুনর্বিন্যাস করা হবে।
আরডি