ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তবে তার মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে ইনকিলাব মঞ্চ এ বার্তা দেয়।
রাত ১১ টা ২১ মিনিটে দেয়া ফেসবুক পোস্টে বলা হয়, ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটি সত্য নয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।
হাদির শারীরিক অবস্থা জানিয়ে দেয়া এক ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘ওসমান ভাই আজীবন ফাইটার মানুষ। ০.১% হোপ থাকা অবধি আমরা আশাবাদী ভাই ফিরবেন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুন সকলে। ১৮ কোটি মানুষের দোয়ায় আল্লাহ তার কুদরতির হাতে ভাইকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ।’
এর আগে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।’
শফিকুল আলম বলেন, ‘রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।’
তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এফএস