ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাতে ইকুয়েডরের বন্দরনগরী গুইয়াকিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পিনেইদার বয়স ছিল ৩৩ বছর।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুইয়াকিলের উত্তরের একটি দোকানের সামনে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত পিনেইদা, তাঁর মা ও সঙ্গে থাকা আরেক নারীর দিকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিনেইদা।
ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে গুইয়াকিল সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা ও মাদক চক্রের কার্যক্রমে গভীরভাবে বিপর্যস্ত। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে শহরটিতে প্রায় ১ হাজার ৯০০টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত সেপ্টেম্বরেই দ্বিতীয় স্তরের লিগে খেলা তিন ফুটবলার গুলিতে নিহত হন। অক্টোবরে আরেক স্থানীয় খেলোয়াড়ও সন্ত্রাসী হামলার শিকার হন।
মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইকুয়েডরের জাতীয় দলের জার্সিতে মোট ৯টি ম্যাচ খেলেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও।
ক্লাব ফুটবলে ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়েতে ক্যারিয়ার শুরু করেন পিনেইদা। ২০১৬ সালে যোগ দেন ইকুয়েডরের জনপ্রিয় ক্লাব বার্সেলোনা এসসিতে। পরে ধারে খেলেছেন ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং নিজ দেশের এল নাসিওনালে।
আরডি