এইমাত্র
  • হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ
  • আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন হাদি
  • ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
  • ওসমান হাদি আর নেই
  • আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
  • বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান
  • রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক
  • জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি
  • বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা
  • গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

    বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

    বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনা ঘটছে। এ ঘটনায় কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে উদ্বেগ বেড়েই চলেছে।

    মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের তৎপরতায় গত ছয় মাসে দেড় শতাধিক বাংলাদেশি জেলে জিম্মি হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এসময় জালসহ আরও অন্তত ৫০টি ফিশিং ট্রলার জব্দ করেছে তারা।

    এদিকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে গিয়ে তাদের নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ছবি ও তথ্য প্রকাশ করছে। সেখানে দাবি করা হচ্ছে, মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে জেলেদের আটক করা হয়েছে। তবে গত পাঁচ মাসে যাদের আটক করা হয়েছে, তাদের কাউকেই এখনো ফেরত দেওয়া হয়নি।

    সবশেষ আজ (বৃহস্পতিবার) সকালে সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার কাছে আবারও ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গভীর সাগর থেকে মাছ ধরে ফেরার পথে নাফ নদীর মোহনা সংলগ্ন দেশীয় জলসীমার কাছাকাছি নাইক্ষংদ্বীয়া এলাকায় দুটি ট্রলার থামিয়ে জেলেদের জিম্মি করা হয়।

    এই ঘটনার কয়েক ঘণ্টার পরই আরাকান আর্মি পরিচালিত একটি ফেইসবুক পেইজ থেকে ওই জেলেদের আটক করার ছবি প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে ট্রলারসহ জেলেদের আটক করা হয়েছে।

    আটক হওয়া ট্রলার দুটি শাহপরীরদ্বীপের বাসিন্দা রাশেদ ও মোহাম্মদ ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।

    এবিষয়ে শাহপরীরদ্বীপ ফিশিং ঘাটে বোট মালিক সমিতি ও স্থানীয় জেলেরা সময়ের কণ্ঠস্বরকে জানায়, সাগর ও নদীতে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা যেভাবে বাংলাদেশী জেলেদের উপর তান্ডব চালাচ্ছে। তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশী জেলেরা মাছ শিকার করা বন্ধ করে দিবে।

    দ্বীপের জেলে পাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী সৈয়দ আলম আক্ষেপ প্রকাশ করে বলেন, তাদের এলাকার জেলে পরিবারের সদস্যরা প্রতিনিয়ত আতংকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে আটক থাকা স্বজনেরা কবে ফিরবেন, সেই অপেক্ষায় পরিবারের সদস্যদের চোখের জল থামছে না।

    টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নাফনদী ও সাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া বাংলাদেশী জেলেদের স্বদেশ ফেরত আনতে সংশ্লিষ্ট বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।’

    জেলেদের সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের দেশের ছেলেদেরকে আরো বেশি সচেতন হতে হবে। কারণ নিজ দেশের জলসীমা অতিক্রম করে অন্য দেশের জলসীমায় প্রবেশ করা অন্যায়। ঘটে যাওয়া ঘটনার বিষয় নিয়ে দেশীয় জলসীমায় দায়িত্বরত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি।’

    দীর্ঘ দিন আটক থাকা জেলেদের ফেরত আনতে মিয়ানমার সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান এই কর্মকর্তা।

    এবিষয়ে সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো.আজিম সময়ের কণ্ঠস্বরকে বলেন, গত কয়েক মাস ধরে সাগরে স্থানীয় জেলেদের উপর মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লাগাতার তান্ডবে স্থানীয় জেলেরা দিশেহারা হয়ে পড়েছে। উপকুলীয় এলাকার বেশী সংখ্যক জেলে আরাকান আর্মির ভয়ে সাগরে মাছ শিকারে যেতে রাজি হচ্ছে না বলেও জানান তিনি।

    উল্লেখ্য, চলতি বছরের গত জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ১৬০ জন বাংলাদেশি জেলে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এরমধ্যে একজন জেলেকে ফেরত দেয়নি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…