চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।
রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে শরীরচর্চার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে। তিনি জানান, “উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।”
রাতুলের অকাল প্রয়াণে সংগীতাঙ্গন ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
প্রসঙ্গত, চিত্রনায়ক জসিম ১৯৯৮ সালে মারা যান। তাঁর ছেলে রাতুল মূলত সংগীতের মাধ্যমে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন।
এসকে/আরআই