নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার (১৩ ডিসেম্বর) থেকে এই নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে ৭টি থানা এলাকায় ৯টি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ডেমরা রোডের মাথায়, ফতুল্লা থানার সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে, বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড, সোনারগাঁ থানার মেঘনা টোল প্লাজা, সদর থানা এলাকার চর সৈয়দপুর শীতলক্ষ্যা ব্রিজের সম্মুখে, রূপগঞ্জ থানায় বালু ব্রিজ এবং সিবু মার্কেট, আড়াইহাজার থানার বান্টি বাজার এবং রামচন্দ্রদী ব্রিজের চেক পোস্ট বসানো হয়েছে।
জেলার ৭টি থানার মধ্যে আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় দুইটি করে এবং অন্য থানা এলাকাগুলোতে একটি করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানও ত্বরান্বিত করা হয়েছে।
ইখা