গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা হয়েছে।
‘সময়ের কণ্ঠস্বর’-এ এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর, ২৭ জুলাই (রোববার) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
আজ ২৮ জুলাই (সোমবার) আয়া মালেকাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। বদলির আদেশটি গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়।
এর আগে ভিডিওচিত্রে দেখা যায়, আয়া মালেকা বেসরকারি নিউ এশিয়া ক্লিনিকের পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে হাসপাতালে ডেকে আনেন এবং এক রোগীকে ময়মনসিংহের ডাক্তার পরিচয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে জাহাঙ্গীর নিজেকে ‘সহকারী উপজেলা অ্যাসিস্ট্যান্ট’ পরিচয় দিয়ে রোগীর কাছ থেকে অপারেশনের কথা বলে ৩,৫০০ টাকা দাবি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আয়া মালেকার বিরুদ্ধে আগেও একাধিকবার অনিয়ম ও দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে এবার ভিডিও প্রমাণ থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে এবং পরে তাকে বদলি করা হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, এবং শূন্য সহনশীলতা নীতিতে আমরা কাজ করছি।
এনআই