এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    জুলাই গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম

    জুলাই গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম

    জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আয়োজন করে আয়োজক কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

    আয়োজক কমিটির আহ্বায়ক ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসনাত আবুল আলা, আইন বিভাগের সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন এবং গণিত বিভাগের ফরহাদ হোসেন আন্দোলনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

    বক্তব্য শেষে উপাচার্যসহ অতিথিবৃন্দ জুলাই আন্দোলনে আহত ৫১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

    প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমার সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…