জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরপূর্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতবছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ হালিম রেজা মোফাজ্জলকে আটক করা হয়েছে।
তিনি জানান, বরিশালের বিএনপির মামলায় আটক করা হয়েছে। কয়েক দিন আগে বিএনপির অন্য মামলায় জামিনে কারাগার থেকে বের হন। মোঃ হালিম রেজা মোফাজ্জলকে বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে ঝালকাঠি নলছিটি থানার দিন ধাপর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছেন বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত খালেক সরদারের ছেলে।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী বরিশাল মহানগর ও জেলা উপজেলার কর্মীদের বিরুদ্ধে বাদী সুলতান হাওলাদার নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলা নম্বর হলো ৬৬/৬৬। থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পালিয়ে থাকার পর মঙ্গলবার ২৮ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল জজ কোর্টের সামনে থেকে কোতোয়ালি থানার চৌকস পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এনআই