উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর প্রতিষ্ঠানটি আংশিকভাবে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ আগস্ট (শনিবার) থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস দিয়াবাড়ি ক্যাম্পাসেই শুরু হবে।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। তবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়িতে স্কুলটির একটি ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ ২২ জনের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে।
এনআই