এইমাত্র
  • বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

    নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫)।

    সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

    তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই রাশিদা বেগমের বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

    স্থানীয়রা জানান, কয়েক বছর আগে রাশিদা বেগমের স্বামী বাদল মিয়া মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্থানীয়দের সহযোগিতায় চারটি সন্তান নিয়ে ওই ঘরেই বসবাস করে আসছিলেন। অগ্নিকাণ্ডে তার একমাত্র আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থায় তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে অসহায় রাশিদা বেগমের পাশে দাঁড়ানোর জোর দাবি জানান।

    ভুক্তভোগী রাশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“কিভাবে আগুন লেগেছে তা আমি জানি না। আমার বসতঘর, নগদ টাকা আর ঘরের সবকিছু পুড়ে গেছে। ঘরের সঙ্গে সঙ্গে আমার কপালও পুড়েছে।”

    নবীনগর ফায়ার সার্ভিসের লিডার মো. মোতালিব জানান,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘরের মালিকই সঠিকভাবে বলতে পারবেন।”

    এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,“বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…