পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী থানার ডিএসবি (গোয়েন্দা শাখা) ওসি মোজহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন। মোজহারুল সোমবার ঈশ্বরদী থানায় যোগদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানা অভিমুখে যাওয়ার সময় ভেড়ামারা পাকশীর লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলে ওসি মোজহারুল ইসলাম ও এএসআই ফয়েজ উদ্দিন নিহত হন। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সার্জেন্ট দিপু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহত পুলিশ সদস্যদের মরদেহ হস্তান্তর করা হবে।”
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, “নিহতদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই (সোমবার) ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেন।
এফএস