এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। ভেন্যু এ অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

    তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় এ আয়োজনটি বাতিল করা হয়েছে।

    বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে এরই মধ্যে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল। তবে সার্কিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের এই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে আয়োজকরা সরকারের উচ্চপর্যায়ের ক্লিায়েন্স বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে বিপিএল-এর মতো একটি জনপ্রিয় আসরের উদ্বোধনী কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করা কতটা সমীচীন হবে, তা নিয়ে আয়োজকদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।

    এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়। সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…