চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে মোবাইল ফোন ও স্বর্ণের চেইন খুইয়েছেন কিছু মানুষ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের ওই মাহফিলের পর রাত ১১টা পর্যন্ত এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১৩টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
এদিকে আজহারীর মাহফিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫১টি মোবাইল চুরির অভিযোগ ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন।
ওসি জানান, উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে একটি মাঠে প্রখ্যাত আলেম ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল হচ্ছিল। সেখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। মাহফিল শেষ হতে থানায় মোবাইল চুরির অভিযোগ অনেকেই দিতে আসে। রাত ১১টা পর্যন্ত ১৩টি মোবাইল চুরির অভিযোগ পেয়েছি। এছাড়া নারীদের গয়না চুরির চেষ্টাকালে ৮ জনকে সেখানে দায়িত্ব স্বেচ্ছাসেবকরা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। তারা জেলার বাইরে থেকে এসেছে। তবে চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। সকাল হলে আরো কিছু মোবাইল চুরির অভিযোগ হতে পারে বলে ধারণা করছি।