চট্টগ্রামের সীতাকুণ্ড পান বোঝাই একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছে।
নিহতারা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা রমণী মোহন চৌধুরীর পুত্র কমল চৌধুরী(৫৩) ও হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর পূর্ব পাড়ার মৃত মৃত ননী চৌধুরীর পুত্র সমীর চৌধুরী (৫৪)। এই ঘটনায় আহত হয়েছে উজ্জ্বল (৪৯) নামের আরো একজন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারা আউলিয়া হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল মোমিন।
বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে পটিয়া হাইদগাঁও ব্রাহ্মনঘাটা নামকস্থান হতে পিকআপ যার রেজিস্ট্রেশন নং-ভোলা-ন-১১-০১৮৫ পান বোঝাই করে মিরসরাই এলাকায় যাচ্ছিল। এর মধ্যে রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বাঁশবাড়ী এলাকা অতিক্রম করার সময় চাকা পাংচার হয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা দেয়। স্থানীয় ও সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত উজ্জ্বল নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল মোমেন বলেন, পান বোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে মহাসড়কে ডিভাইডারে ধাক্কা দেয়। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমিরচৌধুরীকে মৃত ঘোষণা করে। উজ্জ্বল নামের একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসআর