সিরাজগঞ্জের কাজীপুরে পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন ভ্যানযাত্রী মারাত্মক আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিমান্তবাজারের পাটাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৬৫)। তিনি উপজেলার গান্ধাইল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার সরকারি পাঠ্যপুস্তক বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১১৯১) সিরাজগঞ্জ -কাজীপুর আঞ্চলিক সড়ক হয়ে কাজীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি সিমান্তবাজারের উত্তরে পাটাগ্রাম সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা চাঁন মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোভ্যানে থাকা অন্য তিন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, 'ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।'
ওসি বলেন, 'মরদেহটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনআই