এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

    ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

    ভোলার চরফ্যাশনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

    সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে, জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিএনপির ৫ নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণা চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

    উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার মিডিয়ার দায়িত্বে থাকা আল-আমিন শাহরিয়ার জানান, চকবাজার এলাকায় তাদের নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় জামায়েত কর্মী মো.কামাল ডাক্তারের উপর অতর্কিত হামলা করেন যুবদলের কয়েকজন নেতাকর্মী।

    এসময় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জামায়াতের কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে ও হাসপাতালের সামনে ৩ দফায় তাদের উপর হামলা করেন যুবদলের নেতাকর্মীরা। এতে তাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

    এদিকে হামলার নেপথ্যে শিবিরকে দায়ী করে ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল বলেন, বিএনপির নির্বাচনী প্রচারণার মধ্য ঢুকে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এসময় দু'পক্ষের মধ্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় বিএনপির নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও পরে শিবিরের বেশকিছু নেতাকর্মী এসে ঝামেলা করে।

    এদিকে, হামলা চলাকালীন সময়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…