ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।
সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ ঘটনা ঘটে। নিহত যুবক স্বজন রায় (২৮) রাণীশংকৈল উপজেলার গোয়াগাঁও গ্রামের সনু রায়ের ছেলে ও একই উপজেলার নেকমরদ ইউনিয়নের খয়রুল হকের ছেলে সুমন আলী।
মোটরসাইকেলের দুই চালকের সাথে কথা বলে জানা গেছে, বন্ধুর বাড়ীতে বিয়ে খেতে চাচাতো ভাই রঞ্জিতের মোটরসাইকেলে উঠে লাহিড়ী এলাকায় যাচ্ছিলেন স্বজন রায়। নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দন চহট এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা নৈশ্য কোচের ধাক্কায় দুমড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহী স্বজন রায়কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন রাত সাড়ে ৯টায় লাহিড়ী বাজার এলাকা থেকে রাজমিস্ত্রির কাজ করে মোটরসাইকেলে বাড়ীতে ফিরছিলেন সুমন আলী। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলী জানান, দুজন মোটরসাইকেল চালকের মধ্যে একজন অক্ষত আছে, একজন সামান্য আঘাত পেয়েছে। কিন্তু পিছনে যারা বসেছিল, তাদের দুজনেই মারা গেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনআই